জেলা প্রাণিসম্পদ দপ্তর , প্রাণিসম্পদ অধিদপ্তর ( প্রাণিপুষ্টি ভবন ৩য় তলা ) কৃষি খামার সড়ক ,ফার্মগেট,ঢাকা -১২১৫। জেলা প্রাণিসম্পদ দপ্তর ঢাকা ও প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা একই কাম্পাসে অবস্হিত। অফিসের পশ্চিমে জাতীয় সংসদ ভবন অবস্হিত। অফিসের সামনে (দক্ষিনে) ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও একটি শিশু পার্ক অবস্হিত।
রমিক নং | সেবা সমূহ | সেবা গ্রহণকারী | সেবা দানের সময়সীমা | মন্তব্য |
১ | ২ | ৩ | ৪ | ৫ |
১ | জনসাধারণের অভাব-অভিযোগ গ্রহণ এবং সমাধানের ব্যবস্থা গ্রহণ | কৃষক/ খামারী | সকাল ০৯.০০ হতে বিকাল ০৫.০০ টা পর্যন্ত |
|
২ | বিভাগীয় পরামর্শ প্রদান করা | ঐ | ঐ |
|
৩ | গবাদি প্রাণি ও হাঁস-মুরগী খামার রেজিষ্ট্রেশনের ব্যবস্থা | ঐ | ঐ |
|
৪ | খামার / উপজেলা অফিস সমূহ / কৃত্রিম প্রজনন উপকেন্দ্র / পয়েন্ট পরিদর্শন ও জনগণকে পরামর্শ দান | ঐ | ঐ |
|
৫ | প্রাকৃতিক দূর্যোগকালীন স্থানীয় প্রশাসন, জন প্রতিনিধি ও বেসরকারী সেবা মূলক প্রতিষ্ঠানের সহযোগীতায় অধিদপ্তরের জরুরী সেবা প্রদান করা | ঐ | ঐ | জরুরী মেডিকেল টিম প্রেরণ জরুরী প্রয়োজনে যে কোন সময় |
৬ | উপজেলা সমূহে টিকা ও ঔষধসহ অন্যান্য উপকরণাদি যথা সময়ে সরবরাহ নিশ্চিত করণ | উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা / প্রতিনিধি | ঐ |
|
জেলা প্রাণিসম্পদ দপ্তর ,
প্রাণিসম্পদ অধিদপ্তর ( প্রাণিপুষ্টি ভবন ৩য় তলা )
কৃষি খামার সড়ক ,ফার্মগেট,ঢাকা -১২১৫।
ফোন নং- ৯১১২৬৯১।
যথাসময়ে সেবা পাওয়া না গেলে যার সহায়তা চাইবেনঃ-
উপ-পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর,
ঢাকা বিভাগ, ঢাকা।
টেলিফোন নং-৯১১৯০১৩
Ø ষ্ট্রেংদেনিং অফ সাপোর্ট সার্ভিসেস ফর কমব্যাটিং এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (HPAI)ইন বাংলাদেশ প্রকল্প:
এসএসসিএআইবি প্রকল্পে দুইজন ভেটেরিনারি অফিসার ও দুই জন ফিল্ডম্যান বর্তমানে কাজ করছেন । ভেটেরিনারি অফিসার ডি,এল.ও এর তত্তাবধানে কাজ করেন এবং একজন ফিল্ডম্যান ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তত্তাবধানে কাজ করে থাকেন । ফিল্ডম্যানএর কাজ তদারক করেন ভেটেরিনারি অফিসার। ভেটেরিনারি অফিসার ইউ,এল,ও এবং এ,আই ওয়ার্কদের সহযোগীতায় নিম্নোক্ত কাজ সম্পন্ন করেন এবং অন্যান্য উপজেলাগুলোতেও মাঝে মাঝে খামার ভিজিট কওে থাকেন ।
· পোল্ট্রি কাঁচা বাজারের একটিভ সার্ভিসেস কার্যক্রম পরিচালনা করা ।
· বানিজ্যিক পোলট্রি খামার ও পারিবারিক পোলট্রি খামারের পরিদর্শন করা ।
· পোলট্রি খামারীদের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, জীব নিরাপত্তা ও অন্যান্য সম্পর্কে সচেতনতা করা ।
· কাঁচা বাজার ও পোলটি খামারের বজ্য ব্যবস্থাপনা উন্নত করতে উদ্দুদ্ধ করা ।
· জেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে স্ট্যাস্পিং আউট এ সহায়তা করা ।
· ক্ষতিগ্রস্থ পারিবারিক ভাবে পোল্ট্রি পালনকারীদের পূর্নবাসন কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করা ।
· নিয়মিত খামার ,কাঁচা বাজার ও পারিবারিক পোল্ট্রির পরির্দশনের পর প্রতিবেদন নির্ধারিত ফরমে তৈরি করে ডি.এল ও এর মাধ্যমে প্রকল্প পরিচালক বরাবওে প্রেরণ করা ।
· জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নির্দেশক্রমে একটিভ সার্ভিলেন্স নেটওর্য়াক প্রোগ্রামের আওতায় যে কোন প্রকার কার্যক্রম পরিচালনা ।
প্রাণিসম্পদ অধিদপ্তর ( প্রাণিপুষ্টি ভবন ৩য় তলা )
কৃষি খামার সড়ক ,ফার্মগেট,ঢাকা -১২১৫।
ফোন নং- ৯১১২৬৯১।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস