প্রতিষ্ঠাকালিন বিদ্যালয়টি দু’চালা টিনের ঘর ছিল। ২০০৯ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা জোন, ঢাকা কর্তৃক ৫ম তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত ৪টি রুম নির্মাণ করে। পরবর্তীতে বিদ্যালয় নিজস্ব অর্থায়নে ৪র্থ তলা পর্যন্ত ভবন নির্মাণ করা হয়। বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২০১২ সালে ১ম শ্রেনি থেকে ১০ম শ্রেনি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক শিফট্ চালু করা হয়।
১৯৭৯ সালে বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ লিয়াকত আলী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় পরিত্যক্ত সম্পত্তির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে উক্ত পরিত্যক্ত সম্পত্তি বিদ্যালয়ের নামে ঢাকা জেলা প্রশাসক কর্তৃক একসনা লীজ প্রদান করা হয়। ১৯৯৮ সালে উক্ত সম্পত্তি বিদ্যালয়ের নামে স্থায়ী বন্দোবস্ত প্রদান করা হয়। প্রতিষ্ঠাকালিন সময়ে শিশু শ্রেনি থেকে ৩য় শ্রেনি পর্যন্ত পাঠদান করা হয়। পর্যায়ক্রমে তা অষ্টম শ্রেনি পর্যন্ত চালু করা হয়। ০১-০১-১৯৯৫ সালে বিদ্যালয়টি পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়। ০১-০১-১৯৯৮ সালে অষ্টম শ্রেনি পর্যন্ত স্বীকৃতি প্রাপ্ত হয়। ০১-০৪-১৯৯৯ সালে বিদ্যালয়টি ৬ষ্ট শ্রেনি থেকে অষ্টম শ্রেনি পর্যন্ত এম.পি.ও ভুক্ত হয়। ০১-০১-২০০২ সাল হতে নবম শ্রেনি খোলার অনুমতি প্রাপ্ত হয়। ০১-০১-২০০৫ সাল হতে মাধ্যমিক স্তর পর্যন্ত স্বীকৃতি লাভ করে।
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা | ১১৫৬ জন। | |||||||||
শ্রেণী ভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যা | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম |
১১৫ | ১৪০ | ১৩৫ | ১৪০ | ১২৫ | ১৬৮ | ১১৬ | ৬৮ | ৮৩ | ৬৬ |
নিয়মিত পরিচালনা কমিটি গঠনের তারিখ ১৩-০২-২০১০ইং। মেয়াদ শেষ ১২/২/২০১২ইং।
প্রাথমিক বৃত্তি | জুনিয়র বৃত্তি | মাধ্যমিক বৃত্তি |
|
| ০১ জন |
জিপিএ+ ৮ জন।
শিক্ষার্থীদের গুনগত মান বৃদ্ধি, তাদেরকে ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সকল পরীক্ষায় কৃতিত্ব পূর্ণ ও শতভাগ সাফল্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস