শান্তিবাগ উচ্চ বিদ্যালয়।
৪৮, শান্তিবাগ
পোঃ-শান্তিনগর,
থানাঃ-মতিঝিল ঢাকা-১২১৭।
ইনডেক্স কোড-২৬১২০৭১৩০২,
বিদ্যালয় কোডঃ-১০০৪,
EIIN-১০৮৩৬৬,
Email- santibagschool@gmail.com
অত্র বিদ্যালয়টি ১৯৫৬ ইং সনে .০৪ একর জমির উপর এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয় । পরবর্তী সময়ে পর্যায়ক্রমে নিন্ম মাধ্যমিক এবং মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয় । ১৯৭১ইং সনে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক ৯ম শ্রেণীর অনুমোদন লাভ করে এবং ১৯৭২ইং সনে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক ১ম স্বীকৃতি লাভ করে । প্রাথমিক পর্যায়ে বিদ্যালয়টির অবস্থা ছিল নাজুক এবং বিদ্যালয়টি ছিল সমস্যা জর্জরিত তখন কাঠের দোতলা টিনসেটে বিদ্যালয়টির ক্লাস পরিচালিত হত। বিদ্যালয়টির সত্যিকার অবকাঠামো গত উন্নতি হয় ১৯৮৩ইং সনে । এলাকার কৃতিসন্তান,সাবেক কমিশনার, সমাজ সেবক, বিদ্যালয়ের একসময়ের ছাত্র জনাব শেখ সেকান্দার আলীর প্রচেষ্টায় তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি লেঃ জেঃ হুসাইন মোহাম্মদ এরশাদ এর অনুমোদনে .৪৩২ একর জমির উপর বিস্তৃত মাঠসহ চারতলা বিদ্যালয় ভবন নির্মিত হয়। পরবর্তীতে ১৯৮৮ইং সনে শেখ সেকান্দার আলীর প্রচেষ্টায় বিদ্যালয়ের দ্বিতীয় ভবন দোতলা এবং তারই প্রচেষ্টায় ২০১১ইং সনে উর্ধমূখী সম্প্রসারনের মাধ্যমে চারতলা ভবনে পরিনত হয়।বর্তমানে মনোরম পরিবেশে বিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফলের দিন দিন অগ্রগতি হচ্ছে ।
মোট ছাত্র-ছাত্রী সংখ্যা | ৮৮৬ জন। | |||||||||||
শ্রেণী ভিত্তিক ছাত্র-ছাত্রী সংখ্যা | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম | ১১ম | ১২ম |
৭৫ | ৫১ | ৬৫ | ৬০ | ৬০ | ১৬৫ | ১৩৪ | ১০৪ | ১০০ | ৭২ | - | - |
নাম | কমিটিতে অবস্থান | পেশা | শিক্ষাগত যোগ্যতা |
শেখ সেকান্দার আলী | সভাপতি | ব্যবসা | স্নাতক |
ডাঃ আব্দুস সোবহান | সহ- সভাপতি | ডাক্তার | এল,এম,এফ |
মোঃ হোসেন চৌ্ধুরী | সদস্য | ব্যবসা | স্নাতক |
মনিরুজ্জামান | সদস্য | ব্যবসা | স্নাতক |
সামিউল হক শামীম | সদস্য | ব্যবসা | এস,এস,সি |
শাহ্ আজহার উদ্দিন আহম্মেদ | সদস্য | ব্যসরকারী চাকুরী | বি,এ(অনার্স) |
মোঃ মাইনুদ্দিন | শিক্ষক প্রতিনিধি | শিক্ষকতা | স্নাতক |
রেজাউন নাহার | শিক্ষক প্রতিনিধি | শিক্ষকতা | স্নাতকোত্তর |
মোঃ রাহাত উল্লাহ | সদস্য-সচীব | শিক্ষকতা | স্নাতকোত্তর |
santibagschool@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস