Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় রামপুরা

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

 

রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র রামপুরা ‘‘বাংলাদেশ টেলিভিশন’’  ভবনের বিপরীত পার্শ্বে ৪৬৩ নং পশ্চিম রামপুরায় বিদ্যালয়টির অবস্থান। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের পূর্ব, পশ্চিম ও উত্তর পাশে রয়েছে বনশ্রী, আফতাব নগর ও বন্ধুনিবাসের মত অভিজাত আবাসিক এলাকা।

৬৬ শতাংশ আয়তকার ভূমিতে পশ্চিমমূখী চার তলা ২টি ভবন ও উত্তরমূখী একটি পাকা ভবনে বিদ্যলয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। বিদ্যালয় ভবনের কক্ষগুলোর মধ্যে ২৫টি শ্রেণীকক্ষ, ১টি শিক্ষক মিলনায়তন, ১টি অফিস কক্ষ, ১টি কম্পিউটার কক্ষ, ১টি বিজ্ঞানাগার ও ১টি প্রধান শিক্ষকের কক্ষ রয়েছে। তিন তলা ও নীচ তলায় যথাক্রমে ৫টি করে মোট ১০টি আধুনিক স্বাস্থ্য সম্মত শৌচাগার রয়েছে। বৃহদাকার, সুপ্রসস্থ্য বিদ্যালয় প্রাঙ্গণ উচু সীমানা প্রাচীর বেষ্টিত যা শিক্ষার্থীদের খেলার মাঠ হিসাবে ব্যবহৃত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ছাত্রীদের নিয়মিত সমাবেশ ও অন্যান্য সহ শিক্ষাকার্যক্রমের সময় শিক্ষার্থীদের কলকাকলিতে মাঠটি মুখরিত থাকে।

প্রধান শিক্ষক দক্ষতার সাথে বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকা- পরিচালনা করে থাকেন। বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাবসহ সর্বপ্রকার অর্থনৈতিক কর্মকা-- রয়েছে স্বচ্ছতা। বিদ্যালয়ের প্রশাসন সর্বশ্রেণীর প্রভাবশালীদের প্রভাবমুক্ত। প্রতিষ্ঠানটি বর্তমানে ১৩০০ শিক্ষার্থীর বিদ্যাপীঠ হিসাবে ব্যবহৃত হচ্ছে। সুযোগ্য প্রধান শিক্ষক, দক্ষ, অভিজ্ঞ ও তরুণ শিক্ষকদের সমন্বিত চেষ্টায় ও শ্রমে বিদ্যালয়টি সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মিলাদ মাহফিলে অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিগণ যোগদান করে থাকেন। এছাড়া জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়।  বিদ্যালয়ের ফলাফল সর্বদাই সমেত্মাষজনক। পি,এস,সি, জে,এস,সি, ও সুদুর অতীত থেকে অদ্যাবধি এস, এস,সি পরীক্ষার পাশের হার শতভাগ। বিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি অত্যমত্ম আধুনিক ও উন্নতমানের ।

 কিন্তু বিদ্যালয়ে বর্তমানে অবকাঠামোগত কিছু ঘাটতি রয়েছে। বিদ্যালয়ের সমেত্মাষজনক ফলাফল ও সুন্দর পরিবেশে আকৃষ্ট হয়ে অভিভাবকগন তাদের সমত্মানদের বেশী করে ভর্তি করাচ্ছেন যার ফলশ্রম্নতিতে বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা দ্রম্নত বেড়ে যাচ্ছে। বিদ্যালয়ের উত্তর প্রামেত্ম সরকারের আনুকুল্যে একটি নুতন ভবন নির্মাণের অপেক্ষায় আছে।