বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সম্পূর্ন রাজনীতিমুক্ত। এখানে বর্তমানে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যম চালু আছে। বাংলা মাধ্যমে শিশু থেকে ৫ম শ্রেণী পর্যমত্ম প্রতি শ্রেণীতে ৭ টি করে মোট ৪২ টি শাখা এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যমত্ম প্রতি শ্রেণীতে ৬ টি করে মোট ১৮ টি শাখা এবং৯ম থেকে ১২শ শ্রেণী পর্যমত্ম প্রতি শ্রেণীতে ৫ টি করে মোট ২০ টি শাখা নিয়ে সর্বমোট ৮০ টি শাখায় ৫ হাজারের অধিক ছাত্র-ছাত্রীকে পাঠদান করা হয়। একই সাথে ইংরেজি ভার্সনের ১ম থেকে ৮ম শ্রেণী পর্যমত্ম ৮ টি শাখায় মোট ২৭৬ জন ছাত্র-ছাত্রীকে পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটিতে মোট ১৭০ জন শিক্ষক-কর্মচারী কর্মরত আছে। সকাল ৭.৪৫ মিঃ থেকে দুপুর ১৩.৫৫ ঘটিকা পর্যমত্ম ১ শিফটে ক্লাশ হয়। এর তিন তলা বিশিষ্ট মূলভবন, তার সাথে উত্তর পাশে ২ তলা বিশিষ্ট বর্ধিত ভবন এবং পশ্চিম পাশে আরো ২টি ছোট ছোট ভবনে ক্লাশ ও সংশিস্নষ্ট অন্যন্য কার্যক্রম পরিচালিত হয়। মূল ভবনের দক্ষিণ পাশে একটি বিরাট খেলার মাঠ আছে। ভবনগুলো এবং মাঠের চারিপাশে প্রচুর গাছপালা ঘেরা প্রতিষ্ঠানটিতে একটি চমৎকার মনোরম শিক্ষাবান্ধব পরিবেশ বিদ্যমান।
বাংলাদেশ স্বাধীনতা লাভের অব্যবহিত পর দেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্য সুনাগরিক গড়ে তোলার উপযুক্ত পরিবেশের অপ্রতুলতা এবং জনসংখ্যার তুলনায় শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতা লক্ষ করে বাংলাদেশ বিমান বাহিনী উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রয়োজনীতা অনুভব করে। সে লক্ষে ’’বাংলাদেশ এয়ার ফোর্স হাইস্কুল’’ নামে ১৯৭২ সালে এ প্রতিষ্ঠানটির শুভযাত্রা শুরম্ন হয়। ১৯৮০ সালে এর নতুন নামকরণ হয় ’’বি এ এফ শাহীন স্কুল’’। এরপর ১৯৮২ সালে উচ্চ মাধ্যমিক শাখা খুলে পুনরায় এর নামকরণ হয় ’’বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা’’। ২০১১ সালে বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যান সমিতি বাফওয়া কুমিটোলা শাখা কর্তৃক পরিচালিত ’’গোল্ডেন ঈগল’’ স্কুলের ১ম থেকে ৭ম শ্রেণী পর্যমত্ম ৭ টি শাখা এ প্রতিষ্ঠানের সাথে ইংলিশ ভার্সন হিসেবে সংযোজিত হয়। বর্তমানে এটি বাংলাদেশের উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা | বাংলা ও ইংরেজি ভার্সনসহ মোট = ৪৮১৮ জন (শিশু শ্রেণীর ৩২৪ জন বাদে) | |||||||||||
শ্রেণীভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যা | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম | ১১ম | ১২ম |
৩৭১ | ৪১২ | ৪০৯ | ৪৩৩ | ৪১২ | ৩৯০ | ৪০২ | ৩৮১ | ৩৪৮ | ২৯১ | ৪৮৫ | ৪৮৪ |
১. এয়ার কমোডর এহসানুল গণি চৌধুরী
সভাপতি (সংস্থার প্রধা্ন কর্তৃক মনোনিত)
২. মির্জা গোলাম হোসেন সহকারী অধ্যাপক
শিক্ষক প্রতিনিধি (সংস্থার প্রধা্ন কর্তৃক মনোনিত)
৩. শামসুন নাহার বেগম
সিনিয়র শিক্ষক (সংস্থার প্রধা্ন কর্তৃক মনোনিত)
৪. চৌধুরী আমির হোসেন
অভিভাবক সদস্য (সংস্থার প্রধা্ন কর্তৃক মনোনিত)
৫. মিসেস আফরোজা বানু
অভিভাবক সদস্য (সংস্থার প্রধা্ন কর্তৃক মনোনিত)
৬. সিঃওঃঅঃ এস এম তোফাজ্জল হোসেন (অবঃ)
অভিভাবক সদস্য (সংস্থার প্রধা্ন কর্তৃক মনোনিত)
৭. অধ্যক্ষ, বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা
সদস্য সচিব
প্রাথমিক বৃত্তি-১১ | জুনিয়র রৃত্তি-১১ | মাধ্যমিক বৃত্তি-১১ |
১২জন |
০৫জন |
২০ জন |
কোন রকম মেধা যাচাই না করে সমাজের সকল শ্রেণী পেশা থেকে নির্বিচারে ছাত্র-ছাত্রী ভর্তি করেও সাম্প্রতিক বছরগুলোতে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলে আমাদের পাশের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও উলেস্নখযোগ্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশের হারও শতভাগের কাছাকাছি। একাডেমিক কার্যক্রমে সামগ্রিক ফলাফল বিচারে ঢাকা সেনানিবাসের কলেজগুলোর মধ্যে এ কলেজ অন্যতম। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম যথা খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেএেও স্থানীয় ও জাতীয় উভয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের সাফল্য গৌরবময়।
প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনায় আছে, অতি জরম্নরী ভিত্তিতে কলেজ প্রাঙ্গনে একটি শহীদ মিনার নির্মাণ করা। ২ হাজার ছাত্র-ছাত্রীর লেখাপড়ার জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধা অর্থ্যাৎ উন্নতমানের ল্যাব, লাইর্রেরী, অডিটরিয়াম ইত্যাদি সহ ৪ তলা বিশিষ্ট আরেকটি নতুন ভবন এডিবি প্রজেক্টের অধীনে নির্মাণ করা। বাংলা মাধ্যমে ১০ম শ্রেনীর বিজ্ঞান বিভাগে আরো একটি নতুন শাখা খোলা এবং ইংরেজি মাধ্যমে ৯ম থেকে ১২ শ্রেনী পর্যমত্ম প্রতি শ্রেনীতে পর্যায়ক্রমে প্রতি বছর ১ টি করে ৪ টি শাখা খোলা। এ ছাড়া প্রতিষ্ঠানটিকে উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে স্নাতক পর্যায়ে উন্নীত করা।
|
BAF Shaheen College Kurmitola
Dhaka Cantt, Dhaka-1206
e-mail: info@bafsk.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস