Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বি এ এফ শা্হীন কলেজ

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত একটি  বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সম্পূর্ন রাজনীতিমুক্ত।    এখানে বর্তমানে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যম চালু আছে। বাংলা মাধ্যমে শিশু থেকে ৫ম শ্রেণী পর্যমত্ম প্রতি শ্রেণীতে ৭ টি করে মোট ৪২ টি শাখা এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যমত্ম প্রতি শ্রেণীতে ৬ টি করে মোট ১৮ টি শাখা এবং৯ম থেকে ১২শ শ্রেণী পর্যমত্ম প্রতি শ্রেণীতে ৫ টি করে মোট ২০ টি শাখা নিয়ে সর্বমোট ৮০ টি শাখায়  ৫ হাজারের অধিক ছাত্র-ছাত্রীকে পাঠদান করা হয়। একই সাথে ইংরেজি ভার্সনের ১ম থেকে ৮ম শ্রেণী পর্যমত্ম ৮ টি শাখায় মোট ২৭৬ জন ছাত্র-ছাত্রীকে পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটিতে মোট ১৭০ জন শিক্ষক-কর্মচারী কর্মরত আছে। সকাল ৭.৪৫ মিঃ থেকে দুপুর ১৩.৫৫ ঘটিকা পর্যমত্ম ১ শিফটে ক্লাশ হয়। এর তিন তলা বিশিষ্ট মূলভবন, তার সাথে উত্তর পাশে ২ তলা বিশিষ্ট বর্ধিত ভবন এবং পশ্চিম পাশে আরো ২টি ছোট ছোট ভবনে ক্লাশ ও সংশিস্নষ্ট অন্যন্য কার্যক্রম পরিচালিত হয়। মূল ভবনের দক্ষিণ পাশে একটি বিরাট খেলার মাঠ আছে। ভবনগুলো এবং মাঠের চারিপাশে প্রচুর গাছপালা ঘেরা প্রতিষ্ঠানটিতে একটি চমৎকার মনোরম শিক্ষাবান্ধব পরিবেশ বিদ্যমান।