প্রতিষ্ঠানটি এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী জনাব আর কে চৌধুরীর অনুদানে ১৯৯০ সনে প্রতিষ্ঠিত। বর্তমানে সায়দাবাদে নিজস্ব চারতলা ভবনে উচ্চ মাধ্যমিক হতে স্নাতক (সন্মান) কোর্স পর্যন্ত পাঠদান করা হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠাতার অনুদানে প্রাপ্ত জুরাইনের নিজস্ব জমিতে অপর একটি দ্বিতল ভবনে কলেজের কার্যক্রম সম্প্রসারণের প্রক্রিয়া চলমান।
প্রতিষ্ঠানটি ২৯.০৬.১৯৯০ তারিখে প্রতিষ্ঠিত। এটি ১৯৯৩ সনে উচ্চ মাধ্যমিক, ১৯৯৪ সনে স্নাতক পাস কোর্স এবং ২০০৯ সনে স্নাতক (সম্মান) কোর্সে বোর্ড/জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি/অধিভুক্তি অর্জন করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ২৯৬ জন, স্নাতক (পাস) কোর্সে ১৭৮ জন এবং স্নাতক (সম্মান) কোর্সে ২৪৫ জন সর্বমোট ৭১৯ জন শিক্ষার্থী পাঠগ্রহন করছে। উচ্চ মাধ্যমিক ও স্নাতক (পাস) কোর্সে ২২টি বিষয়ে এবং স্নাতক (সম্মান) কোর্সে ৩টি বিষয়ে পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটিতে ৫৮ জন শিক্ষক ও ১৫ জন কর্মচারী কর্মরত আছেন।
১১ম | ১২ম |
১৭২ | ১২৪ |
নিয়মিত গভর্নিং বডি। মোট সদস্য সংখ্যা ১৩ জন। সভাপতিঃ জনাব রিজাউল করিম চৌধুরী, কমিটি অনুমোদনের তারিখঃ ১৭/১০/২০১১; মেয়াদঃ ১৬/১০/২০১৩।
মাধ্যমিক বৃত্তি |
১ জন |
বিগত বছরগুলোর তুলনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফল এবং তিনটি বিষয়ে অনার্স কোর্স চালু।
ভবিষ্যতে পাবলিক পরীক্ষায় ১০০% পাসের হার নিশ্চিত করা। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ নিশ্চিত করার লক্ষ্যে তথ্যপ্রযুক্তিতে ছাত্র-ছাত্রীদের অধিকতর দক্ষতা নিশ্চিত করা। আরও কয়েকটি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স ও স্নাতকোত্তর কোর্স চালু করা।
১০/এফ সায়দাবাদ, ঢাকা-১১০০। ৭৫৪৪৮১৬, ০১৭১২৬১৫৩৫৮. ই- মেইলঃ rkchowdhurycollege@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস