কোয়ালিটি এডুকেশন কলেজ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ঢাকা বোর্ডের স্বীকৃতি প্রাপ্ত একটি কলেজ। বাংলাদেশের রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা খিলগাঁও-এ শহীদ বাকী সড়কে কলেজটি অবস্থিত। খিলগাঁও চৌরাস্তা ও ফ্লাইওভারের মধ্যবর্তীস্থানে সুশৃঙ্খল পরিবেশে অবস্থিত। এখানে রয়েছে অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী অত্যাধুনিক পাঠদান পদ্ধতি, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, মনোরম ক্লাসরুম, ছাত্র-ছাত্রীর পৃথক ক্লাসের ব্যবস্থা।
আমরা জানি যে, কোন জাতির উন্নয়নের জন্য যে সব উপাদান প্রয়োজন, শিক্ষা তার সর্বাগ্রে। কোন জাতি উন্নত হবার পর তার শিক্ষা ব্যবস্থা উন্নত করে না, বরং শিক্ষা ব্যবস্থা উন্নত করার মাধ্যমেই সে জাতি উন্নত হয়। উন্নত বিশ্ব একথাগুলো অনুধাবন করেই শিক্ষাকে অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করেছে এবং যথাসম্ভব সব কিছুই করেছে। বিশ্ব পর্যায়ে আসতে হলে সামগ্রিকভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার ও আধুনিকীকরণ প্রয়োজন।
কোয়ালিটি এডুকেশন কলেজ কর্তৃপক্ষ মনে করে, বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার অবকাঠমোর ভেতরে থেকেও বেসরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা ব্যবস্থায় উন্নত মানের শিক্ষা প্রদান করা যায়। এ জন্য থাকা প্রয়োজন মেধা, অভিজ্ঞতা, সাহস, সৃজনশীলতা ও চৌকস শিক্ষা ব্যবস্থাপনার কলা-কৌশল। বিনয়ের সাথে বলা যায় যে, এ সকল বিষয়ে কোয়ালিটি এডুকেশন কলেজের সন্তোষজনক প্রস্ত্ততি রয়েছে। আর এই ধারাবাহিকতায় ২০০৬ সালে কোয়ালিটি এডুকেশন কলেজ প্রতিষ্ঠিত হয়। এ কলেজটিতে প্রতিষ্ঠালগ্ন থেকে অধ্যক্ষ’র দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা, যশোর ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. আলী আসগর। স্বল্প সময়ের ব্যবধানে এ কলেজকে দেশের একটি শ্রেষ্ঠ মডেল প্রতিষ্ঠানের মানে উন্নীত করার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম | ১১শ | ১২শ |
৪০ | ৪৭ | ৭০ | ৭৭ | ৭০ | ৭৬ | ৬৯ | ৮২ | ৯৬ | ৮২ | ২৬৯ | ৪২৭ |
সাত সদস্য বিশিষ্ট গর্ভনিং বডি যার মধ্যে ১ জন মহিলা সদস্য রয়েছে।
পিএসসি | জেএসসি | এসএসসি | এইচএসসি |
২০০৯ সালে ১০০% পাস ২০১০ সালে ৯৯% পাস ২০১১ সালে ১০০% পাস | ২০১০ সালে ১০০% পাস ২০১১ সালে ৯৯% পাস | ১০০% | ২০০৮ সালে ১০০% পাস। ২০০৯ সালে ১০০% পাসসহ ঢাকা শিক্ষা বোর্ডে ষষ্ঠ স্থান। ২০১০ সালে ৯৭.৭৫% পাস। ২০১১ সালে ৯৯.৭৫% পাস। |
প্রাথমিক বৃত্তি | জুনিয়র বৃত্তি | মাধ্যমিক বৃত্তি |
--- | --- | ৪ জন |
২০০৮ সালে ১০০% পাস।
২০০৯ সালে ১০০% পাসসহ ঢাকা শিক্ষা বোর্ডে ষষ্ঠ স্থান।
২০১০ সালে ৯৭.৭৫% পাস।
২০১১ সালে ৯৯.৭৫% পাস।
ঢাকা শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জনসহ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস