কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি গুলশান, বারিধারা, বারিধারা ডিওএইচএস, বসুন্ধরা ও জোয়ার সাহারার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এটি গুলশান, ক্যান্টনমেন্ট, উত্তরা ও বাড্ডা থানার সবচেয়ে প্রাচীনতম (স্থাপিত-১৯৬১) ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিকে বাংলা সংস্কৃতির ও ঐতিহ্যের ধারক এবং বাহক বললে মোটেও অত্যুক্তি হবে না, কেননা এটি রাজধানী শহরের সবচেয়ে বেশী নৃ-গোষ্ঠী জনসংখ্যা অধ্যুষিত এলাকা। এটি হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জীবিকার সন্ধানে আগত আদিম নৃ- গোষ্ঠি- মগ, মুরং, চাকমা, হাজং, সাওঁতাল, গারো, ত্রিপুরা, মণিপুরী প্রভৃতি সম্প্রদায়ের সংস্কৃতির চারণ ক্ষেত্র। কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি রাজধানী শহরের একমাত্র প্রতিষ্ঠান যার এক তৃতীয়াংশ শিক্ষার্থী অনগ্রসর জাতিগোষ্ঠী পরিবারের সদস্য। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই প্রতিষ্ঠান ঢাকা শহরের অন্যান্য প্রতিষ্ঠান থেকে স্বতন্ত্র। এটি ঢাকা শহরের একমাত্র প্রতিষ্ঠান যেখানে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি ব্যাপকহারে সংখ্যালঘু সম্প্রদায়ের (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান) শিক্ষার্থীর উপস্থিতি লক্ষণীয়। গুলশান, বারিধারা ও বসুন্ধরার মতো অভিজাত এলাকায় প্রতিষ্ঠানটি অবস্থিত হলেও এটি মূলত এই এলাকারহত-দরিদ্র, নিঃস্ব , স্বল্পবিত্ত, মধ্যবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষার একমাত্র অবলম্বন। প্রতিষ্ঠানটি প্রায় ৪৩ শতাংশ জমির উপর অবস্থিত। মূল ভবনটি চার তলা বিশিষ্ট এবং ৩২টি শ্রেণী কক্ষ রয়েছে। প্রতিষ্ঠানের অপর ভবনটি সাততলা নির্মানের কাজ চলিতেছে যার একতলার কাজ সম্পন্ন হয়েছে।
মরহুম আবেদ আলী খান সাহেবের দান করা ২০শতাংশ জমির উপর এলাকার সুশীল সমাজ সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেন কালাচাঁদপুর হাইস্কুল । এরপর প্রতিষ্ঠানটির উন্নয়নে যিনি সবচেয়ে বেশী ভূমিকা রাখেন তিনি হচ্ছেন বিশিষ্ট রাজনীতিবিদ ,ব্যবসায়ী এবং ১৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ্ব মো. ওয়াকিল উদ্দিন । ১৯৯৯ইং সালে প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিক শাখা খোলা হয়। বর্তমানে প্রায় ৩০০জন ছাত্রী কলেজ শাখায় পড়াশুনা করে। প্রতিষ্ঠানটি দুই শিফটে পরিচালিত হয়। ইহা ছাড়াও প্রতিষ্ঠানটিতে রয়েছে পিএসসি, জেএসসি এবং এবং এসএসসি পরীক্ষা কেন্দ্র । বর্তমানে গুলশান থানার অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা:প্রায় ২৪৬৩ জন।
শ্রেণী ভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যা:
১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম | ১১ম | ১২ম |
৪৩ | ৫১ | ৮২ | ৭৮ | ১০১ | ৪১০ | ৩৬৮ | ৪৩৬ | ৪২৩ | ২৪৪ | ১১৬ | ১১০ |
প্রাথমিক শাখা | জুনিয়র শাখা | মাধ্যমিক শাখা | উচ্চ মাধ্যমিক শাখা |
| ০১ জন |
|
|
পাশের হার: পিএসসি ১০০%, জেএসসি ৯৩%, এসএসসি ৯৯.৫%, এইচএসসি ১০০%
পাশের হার সকল ক্ষেত্রে ১০০% অর্জন, শিক্ষার্থীদের জিপিএ-এর মান উন্নয়ন, বেশি করে জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ |
অধ্যক্ষ, কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, গুলশান, ঢাকা-১২১২।
ফোন : ৮৪১২৮৭৬, ই- মেইল : kalachandpurschool_college@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস