Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

 

কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি গুলশান, বারিধারা, বারিধারা ডিওএইচএস, বসুন্ধরা  ও জোয়ার সাহারার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এটি গুলশান, ক্যান্টনমেন্ট, উত্তরা ও বাড্ডা থানার সবচেয়ে প্রাচীনতম (স্থাপিত-১৯৬১) ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিকে বাংলা সংস্কৃতির ও ঐতিহ্যের ধারক এবং বাহক বললে মোটেও অত্যুক্তি হবে না, কেননা এটি রাজধানী শহরের সবচেয়ে বেশী নৃ-গোষ্ঠী জনসংখ্যা অধ্যুষিত এলাকা। এটি হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জীবিকার সন্ধানে আগত আদিম নৃ- গোষ্ঠি- মগ, মুরং, চাকমা, হাজং, সাওঁতাল, গারো, ত্রিপুরা, মণিপুরী প্রভৃতি সম্প্রদায়ের সংস্কৃতির চারণ ক্ষেত্র। কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি রাজধানী শহরের একমাত্র প্রতিষ্ঠান যার এক তৃতীয়াংশ শিক্ষার্থী  অনগ্রসর জাতিগোষ্ঠী পরিবারের সদস্য। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই প্রতিষ্ঠান ঢাকা শহরের অন্যান্য প্রতিষ্ঠান থেকে স্বতন্ত্র। এটি  ঢাকা শহরের একমাত্র প্রতিষ্ঠান  যেখানে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি ব্যাপকহারে সংখ্যালঘু সম্প্রদায়ের (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান) শিক্ষার্থীর উপস্থিতি লক্ষণীয়। গুলশান, বারিধারা ও বসুন্ধরার মতো অভিজাত এলাকায় প্রতিষ্ঠানটি অবস্থিত হলেও এটি মূলত এই এলাকারহত-দরিদ্র, নিঃস্ব , স্বল্পবিত্ত, মধ্যবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষার একমাত্র অবলম্বন। প্রতিষ্ঠানটি প্রায় ৪৩ শতাংশ জমির উপর অবস্থিত। মূল ভবনটি চার তলা বিশিষ্ট এবং ৩২টি শ্রেণী কক্ষ রয়েছে। প্রতিষ্ঠানের অপর ভবনটি সাততলা নির্মানের কাজ চলিতেছে যার একতলার কাজ সম্পন্ন হয়েছে।