পুরাতন ঢাকা তথা সমগ্র বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ মাধ্যমিক স্কুলগুলোর মধ্যে সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় অন্যতম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর স্থায়ী স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়টি বাংলাদেশ আর্চবিশপের তত্ত্বাবধানে হলি ক্রশ সম্প্রদায়ের ব্রাদারদের দ্বারা পরিচালিত। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলে এ বিদ্যালয়ে শিক্ষার সুযোগ পেয়ে থাকে। বিদ্যালয়টিতে বর্তমানে ১ম শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যমত্ম শিক্ষার্থীদেরশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান ও ব্যবসায়িক শিক্ষা শাখায় শিক্ষা দেওয়া হয়ে থাকে।
বিদ্যালয়টি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের নিকট পরিচিত গ্রেগরী নামক একজন বিখ্যাত সাধুর নামানুসারে নামকরণ করা হয়েছে। ১৮৮২ খ্রিস্টাব্দে বেনেডিক্টাইন সম্প্রদায়ের একজন বেলজিয়ান পুরোহিত ফাদার গ্রেগরী ডি’ গ্রম্নটে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। মাত্র ৪ জন শিক্ষার্থী ও ১ জন শিক্ষক নিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরম্ন হয়। তখন মানুষের শিক্ষা গ্রহণের অনীহার কারণে শুরম্নতেই বিদ্যালয়টি বন্ধ হয়ে গিয়েছিল। পরে অবশ্য হলি ক্রশ সম্প্রদায়ের পুরোহিতগণ পুনরায় বিদ্যালয়টি চালু করেন। এ বিদ্যালয়ই ১৯১৪ খ্রিষ্টাব্দে এ উপমহাদেশে প্রথম স্কাউট দল গঠন করে। এছাড়া এ বিদ্যালয়টি ১৯২৩ খ্রিষ্টাব্দে এদেশে সর্বপ্রথম বাস্কেটবল খেলার সূচনা করে।
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা | ২৪০৩ জন | |||||||||||
শ্রেণী ভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যা | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম | ১১শ | ১২শ |
২৬৪ | ২৫২ | ২৪২ | ২২৯ | ২৩০ | ২৬৫ | ২৫৩ | ২২৫ | ২৩২ | ২১১ | ´ | ´ |
বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক অনুমোদিত ৭ জন সদস্যের সমন্বয়ে ম্যানেজিং কমিটি রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ০৪/১০/১১ তারিখে প্রেরিত পত্র নং-১১৯/ঢাকা/ ৩৩৬৭।
প্রাথমিক বৃত্তি | জুনিয়র বৃত্তি | মাধ্যমিক বৃত্তি |
প্রেরিত: ২১০ জন বৃত্তিপ্রাপ্ত: ১৭ জন | প্রেরিত: ২৩৯ জন বৃত্তিপ্রাপ্ত: ৪০ | প্রেরিত: ১৯২ জন বৃত্তিপ্রাপ্ত: ১৭ জন |
একাডেমিক পড়াশোনার পাশাপাশি ছাত্রদের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, শৃংখলাবোধ, কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা, সত্যবাদিতা, নৈতিক চরিত্র গঠন, দেশপ্রেম, সহনশীলতা, সমাজের প্রতি কর্তব্যবোধ বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের ফলে শিক্ষার্থীদের একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য যাবতীয় শিক্ষা দেওয়া হয়ে থাকে। যে কারণে নোবেল বিজয়ী অধ্যাপক অমর্ত্য সেন, বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী তাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও অন্যতম চিকিৎসক অধ্যাপক এ.কিউ.এম বদরম্নদ্দোজা চৌধুরী, আমত্মর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী ড. কামাল হোসেন, প্রখ্যাত আইনজীবী ব্যারিষ্টার ইশতিয়াক আহমেদ ও ড. এম. জহির, প্রখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব সৈয়দ আশরাফুল হক, শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম, বাংলাদেশের জাতীয় ক্রীকেট দলের প্রথম ক্যাপ্টেন রাকিবুল হাসান সহ দেশ বিদেশের বহু গুণীজনদের মতো মানুষ গড়ে তোলার গৌরব অর্জন করেছে এ বিদ্যালয়টি।
বিদ্যালয় প্রাঙ্গনে নতুন ভবন নির্মাণ করে ইংরেজি ভার্সন চালু করার পরিকল্পনা রয়েছে।
সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়, ৮২ মিউনিসিপ্যাল অফিস স্ট্রীট, ডাকঘর: ঢাকা সদর, থানা: সূত্রাপুর,
জেলা: ঢাকা মহানগরী, ফোন: ৭১২১০২৬
EIIN: 108497, e-mail: hmsghs@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস