ঢাকা মহানগরীর পূর্বাঞ্চলের বিশাল জনঅধ্যুষিত মায়াকানন, মুগদাপাড়া, মানিকনগর, মান্ডা, রাজারবাগ, ও বাসাবো এলাকার ছেলে-মেয়েদেরকে শিক্ষার আলোয় উদ্ভাসিত করার লক্ষ্যে-তৎকালীন স্থানীয় লোকসমাজের বরেণ্য ব্যক্তিত্ব সাবেক জাতীয় সংসদ সদস্য জননেতা শহীদ ময়েজউদ্দীন, প্রথম বাংলা চলচিত্র ‘‘মুখ ও মুখোশের’’ পরিচালক মরহুম লায়ন আব্দুল জববার খান, বিশিষ্ট্য শিল্পপতি মরহুম লায়ন মোবারক হোসেন মন্টু প্রমুখ বিদগ্ধ ব্যক্তিগণের মহৎ উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ১৯৬৮খ্রি: এ ‘‘কমলাপুর উচ্চ বিদ্যালয়টি’’ প্রতিষ্ঠিত হয়। অতপর, একটি অগ্রসরমান মাধ্যমিক বিদ্যালয় হিসেবে ১৯৯৫খ্রি: এ প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল ও কলেজ) পর্যায়ে উন্নীত হয়ে মানসম্পন্ন শিক্ষাদানে নিয়োজিত রয়েছে। কুঁড়িল যাত্রাবাড়ি বিশ্বরোডের পাশে অবস্থিত এ প্রতিষ্ঠানটির যোগাযোগ অত্যন্ত চমৎকার। কেননা, প্রতিষ্ঠানের পশ্চিম পাশেই রয়েছে ঢাকা রেল স্টেশন (কমলাপুর রেল স্টেশন), পূর্বে বাসাবো বৌদ্ধ মন্দির, উত্তরে দর্শনীয় স্থাপনা খিলখাঁও ফ্লাইওভার এবং দক্ষিণে নির্মাণাধীন ৫০০ শয্যা বিশিষ্ট্য সরকারি হাসপাতাল।
ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি সুদীর্ঘকালব্যাপী নিয়মিত গভর্ণিং বডি দ্বারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ার কারণে উত্তরোত্তর অগ্রগতির পথে সগৌরবে নির্বিঘ্নে এগিয়ে চলছে। এ বিদ্যাপীঠে মাধ্যমিক পর্যায়ে প্রভাতী শাখা (বালিকা), দিবা শাখা (বালক) এবং কলেজ শাখায় প্রায় ১,৫০০ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক হিন্দু, বৌদ্ধ, খৃস্টানসহ পশ্চাদপদ ও অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থী এবং প্রায় ৬০জন শিক্ষক/কর্মচারীর পদচারণায় সর্বদা প্রতিষ্ঠান অঙ্গন মুখরিত থাকে। শিক্ষার্থীদের শারিরীক ও মানষিক উৎকর্ষতা সাধন এবং আনন্দঘন পরিবেশে শিক্ষাদানের লক্ষ্যে- প্রাথমিক শাখায় রয়েছে ‘‘হলদে পাখির ঝাঁক’’, মাধ্যমিক শাখায় ‘‘গার্লস গাইড ও বয়েজ স্কাউট’’ এর সুশৃঙ্খল ও সুসজ্জিত স্কাউটিং ব্যবস্থাসহ নানাবিধ সহপাঠক্রমিক কার্যক্রম পরিচালনার উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়। প্রতিষ্ঠানটিতে ঢাকা-২০ এর অধীন এস এস সি ও জে এস সি পরীক্ষায় উপ-কেন্দ্র এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এইচ এস সি পরীক্ষা কেন্দ্র রয়েছে। অধিকন্তু, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক বিঘোষিত ‘‘দিন বদল’’ ও ‘‘ ডিজিটাল বাংলাদেশ’’- গড়ার দৃঢ় প্রত্যয় বাস্তবায়নের পথ সুগম করার লক্ষ্যে-শিক্ষার মৌলিক অধিকার ভোগের সার্বজনীনতার নীতিমালার আলোকে দ্রুত বর্ধিষ্ণু জনপদের শিক্ষার্থীদের বৃহত্তর কল্যাণার্থে সবুজবাগ থানাধীন ঐতিহ্যবাহী ‘‘কমলাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়’’-টি অধ্যয়নরত শিক্ষার্থীদের পরিবর্তনশীল বিশ্ব-ব্যবস্থার উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলার ব্রত নিয়ে এগিয়ে চলছে। সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় এ প্রতিষ্ঠানটিকে জাতীয় পর্যায়ে একটি মান-সম্পন্ন বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা অবশ্যই সক্ষম হবো-ইন্শাল্লাহ!
২০১২ (শিক্ষাবর্ষে শ্রেণি ভিত্তিক ছাত্র/ছাত্রীর সংখ্যাঃ) মোট ছাত্র/ছাত্রীর সংখ্যাঃ
১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম | ১১শ | ১২শ |
৪৫ | ৫০ | ৬০ | ৭৫ | ৮০ | ১৩০ | ১৪০ | ১৪৫ | ১৩০ | ১৯২ | ১২৫ জন | ৭৬ জন |
প্রতিষ্ঠান গভর্ণিং বডির সদস্যবর্গের নামের তালিকাঃ
ক্রমিক | সদস্যবর্গের নাম | পদবী | |
০১. | জনাব | আশরাফুজ্জামান ফরিদ | সভাপতি |
০২. | ,, | আলহাজ্ব মোঃ আবু দায়েন | দাতা সদস্য |
০৩. | ,, | মোঃ শফিকুর রহমান | অভিভাবক সদস্য (কলেজ শাখা) |
০৪. | ,, | মোঃ আইয়ুব আলী তালুকদার | ঐ |
০৫. | ,, | চৌধুরী আব্দুল হান্নান | অভিভাবক সদস্য (স্কুল শাখা) |
০৬. | ,, | মোঃ হাবিবুর রহমান | ঐ |
০৭. | ,, | শিপ্রা বণিক | অভিভাবক সদস্য (সংরক্ষিত মহিলা) |
০৮. | ,, | ফারহানা সিদ্দিকী | শিক্ষক প্রতিনিধি (কলেজ শাখা ) |
০৯. | ,, | খন্দকার শাহিন শাহরিয়ার | শিক্ষক প্রতিনিধি (স্কুল শাখা ) |
১০. | ,, | দিলারা বেগম | সংরক্ষিত (সংরক্ষিত মহিলা) |
১১. | ,, | মোহাম্মদ আবু জাফর আল মনসুর | অধ্যক্ষ/ সদস্য-সচিব |
প্রাথমিক বৃত্তি | জুনিয়র বৃত্তি | মাধ্যমিক বৃত্তি |
০০ জন | ০০ জন | ০০ জন |
পাবলিক পরীক্ষায় পি.এস.সি.-তে শতভাগ পাসের হারসহ অন্যান্য পরীক্ষায় পাসের হার ৯০%।
সকল পাবলিক পরীক্ষায় ১০০% ফলাফল অর্জন এবং জি.পি.এ.-৫ এর হার বৃদ্ধি করা।
২০ মায়াকানন, বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪
principal@kumbbd.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস