১ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যমত্ম পাঠদান করা হয়। ১ম থেকে ১০ম শ্রেণী পর্যমত্ম প্রভাতী এবং দিবা শাখায় পাঠদান করা হয়। উভয় শাখায়ই রয়েছে বালক ও বালিকাদের জন্য আলাদা আলাদা পাঠদানের ব্যবস্থা। কলেজ শাখায় শুধুমাত্র একটিই শিফট সকল ৮.০০ থেকে বেলা ২.৩০ পর্যমত্ম। কলেজ শাখা শুধু মেয়েদের জন্য।
আহমদ বাওয়ানী একাডেমী রাজধানী শহরের আরমানীটোলায় অবস্থিত একটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানটি। ১৯৬২ ইং সনে ইহা একটি ইংরেজী মাধ্যম (English Medium) মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানরূপে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার অল্পকালের মধ্যে প্রতিষ্ঠানটি দেশের শিক্ষাঙ্গনে একটি প্রথম শ্রেণীর শিক্ষা প্রতিষ্টানরূপে সুনাম অর্জনে সক্ষম হয়। ১৯৮৫ সালে অত্র একাডেমীকে একটি মহিলা কলেজ উন্নীত করা হয় এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীতে মানবিক ও বিজ্ঞান বিভাগে শিক্ষাদান আরম্ভ করা হয়। ১৯৮৭ সালে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক এই একাডেমী কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীকালে ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) বিভাগ খোলার পর বর্তমানে ইহা একটি পূর্ণাঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানরূপে শিক্ষাদান করে চলছে।
|
গভর্নিং বডির মেয়াদ শেষ হবে: ১১-১১-২০১৩ইং
প্রাথমিক | জুনিয়র | মাধ্যমিক |
০৯ জন (২০১০) | ১০ জন (২০১০) | ০৭ জন (২০১০) |
প্রতি বছর প্রতিষ্ঠান থেকে অধিক সংখ্যক হারে ছাত্র-ছাত্রীরা জিপিএ-৫ পেয়ে থাকে। বার্ডে যখন মেধা তারিকার বিধান ছিল তখন এই স্কুলের অনেক ছাত্র-ছাত্রী বিভিন্ন সময় মেধা তালিকায় স্থান পেয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিয়ে এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কৃতিত্ত অর্জন করেছে। প্রমাণ স্বরূপ উটের জকি এর ছবি এঁকে একটি মেয়ে ইউনিসেফের পুরস্কার পেয়েছে। বিখ্যাত গায়ক হায়দার আলী এ প্রতিষ্ঠানের ছাত্র।
এ প্রতিষ্ঠানটি পরীক্ষায় শতভাগ (১০০%) সাফল্য লাভ করে ১নং উচ্চতর বিদ্যালয় পরিণত করাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা।
৩, ৪, ৫, কে পি ঘোষ স্ট্রিট, আরমীটোলা, ঢাকা-১১০০। ফোনঃ ৭৩৯৩৯২৮
ই-মেইলঃ bawanyacademy@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস