প্রতিষ্ঠানটি ১২৬ শতাংশ জমির উপর পুরাতন ও নতুন ভবনের সমন্বয়ে অবস্থিত। প্রতিষ্ঠানের নিজেস্ব তিনটি ভহমি আছে। ২৩-২৬ রজনী চৌধুরী রোডে, গেন্ডারিয়ায় মূল ভবন, ৭ নং দীন নাথ সেন রোডে, গেন্ডারিয়ায় কলেজ ভবন এবং ৩৮নং মালাকাটুলা সূত্রাপূর ভবনটি অন্যের দখলে থাকায় তা কোর্টে দখল উচেছদের মামলা চলছে।
প্রতিষ্ঠানটি ১৯২৪ইং সনে গেন্ডারিয়া বিদ্যালয় নামে ইনফ্যান্ট ক্লাশ থেকে যাত্রা শুরম্ন করে। ১৯৩৬ সনে এটি গেন্ডারিয়া গালর্স হাই স্কুল হিসেবে স্বীকৃতি পায়। স্বীকৃতি পাওয়ার পর যে সকল প্রধান শিক্ষক দায়িত্বে ছিলেন তাঁদের মধ্যে মিস্ বাসমত্মী গুহ ঠাকুরতা সৎ ও সুযোগ্য শিক্ষক হিসেবে ১৯৪৪ইং সন হতে জানুয়ারী ১৯৮৭ইং সন পর্যমত্ম মোট ৪৩ বছর কর্মরত ছিলেন। ১৯৪৭ইং সনে দেশ ভাগ হওয়ার পর বিদ্যালয়টি ভীষণ অর্থ সংকটে পড়লে অনেক গুনিজন সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাঁদের মধ্যে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি জনাব খান বাহাদুর মজিবর রহমান স্কুলের পরিসর বৃদ্ধির লক্ষে জমি ক্রয়ের জন্য নগদ ৬১,০০০.০০ টাকা দান করেন। এ কারণে তৎকালীন কমিটি ১৯৫৮ইং সনে স্কুলটির নাম পরিবর্তন করে গেন্ডারিয়া গালর্স হাই স্কুলের পরিবর্তে তাঁর ‘মা’ মনিজা রহমান এর নাম অনুসারে ‘মনিজা রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, নাম করণ করেন। ২০১০ইং সন হতে এটি মনিজা রহমান গালর্স স্কুল এন্ড কলেজ নামে স্বীকৃতি লাভ করে।
১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম | ১১ম | ১২ম |
১১০ | ১২৫ | ১৪৭ | ১৪০ | ১১৫ | ২৪৪ | ১৮৬ | ১৩৬ | ১৫৭ | ১০৫ | ০৬ | - |
এডহক কমিটি: সভাপতি: জনাব মিজানুর রহমান খান(মাননীয় সংসদ সদস্য, ঢাকা-৬)
অভিভাবক সদস্য : জনাব আমির হোসেন, শিক্ষক প্রতিনিধি:জনাব আরিফুন নেসা ফাতেমা বেগম ও আহবায়ক: অধ্যক্ষ জনাব খোদেজা বেগম
প্রাথমিক বৃত্তি | জুনিয়র বৃত্তি | মাধ্যমিক বৃত্তি |
২ জন | নাই | নাই |
পিএসসি, জেএসসি , এসএসসি পাবলিক পরীক্ষায় সসত্মষ জনক ফলাফল ও নতুন ছাত্রী ভর্তি বৃদ্ধি।
সকল পাবলিক পরীক্ষায় ১০০% পাশ নিশ্চিত সহ ছাত্রীদের অধুনিক ও কর্মমূখী শিক্ষার মাধ্যমে যুগউপযুগী করে গড়ে তোলা।
monizarahman@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস