কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ স্থানঃ খায়েরটেক, পোঃ নিশাতনগর, থানাঃ তুরাগ, জেলাঃ ঢাকার অমত্মর্গত অত্যমত্ম মনোরম পরিবেশে প্রকৃতির নিবিড় ছায়া ঘেরায় হরিরামপুর সাংস্কুতিক সংসদ কর্তৃক ০১.০১.১৯৭৭ খ্রিস্টাব্দে তুরাগ নদীর তীরে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ব্যানবেইস কোড : ২৬১০০৫১৩০১ এবং EIIN NO : 108193
হরিরামপুর সাংস্কৃতিক সংসদের সদস্যবৃন্দ অনুধাবন করলেন যে, আমাদের হরিরামপুর ইউনিয়ন তথা তুরাগ থানায় কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। শিক্ষার অভাবে অধিকাংশ লোকজনই বিপদগামী হচ্ছে। এ ফলশ্রম্নতিতে হরিরামপুর সাংস্কৃতিক সংসদের সদস্যবৃন্দ অক্লামত্ম পরিশ্রমে ০১.০১.১৯৭৭ খ্রিস্টাব্দে কামারপাড়া উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় এবং এলাকার লোকজনের প্রানের দাবির প্রেক্ষিতে ২০১০ খ্রিস্টাব্দে কামারপাড়া উচ্চ বিদ্যালয়টি কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে উন্নীত করা হয়।
µwgK | bvg | c`ex |
1 | Rbve মোঃ আবুল হাসিম | mfvcwZ |
2 | Rbve মোঃ আব্দুল বারিক মিয়া | cÖwZôvZv m`m¨ |
3 | Rbve গাজী আব্দুল আউয়াল | `vZv m`m¨ |
4 | Rbve মোঃ হেলাল উদ্দিন | wkÿK cÖwZwbwa ( K‡jR kvLv ) |
5 | Rbve কাজী জানে আলম | wkÿK cÖwZwbwa ( ¯‹zj kvLv ) |
6 | Rbve মাহমুদা আখ্তার | wkÿK cÖwZwbwa ( msiwÿZ gwnjv ) |
7 | Rbve মোঃ হাতেম আলী | AwffveK ( K‡jR kvLv ) |
8 | Rbve Wvtমোঃ রফিকুল ইসলাম | AwffveK K‡jR kvLv) |
9 | Rbve মোঃ ইদ্রিস আলী | AwffveK (¯‹zj kvLv) |
10 | Rbve মোঃ আলেক চাঁন | AwffveK ((¯‹zj kvLv) |
11 | Rbve সখিনা বেগম | AwffveK (msiwÿZ gwnjv ) |
12 | Rbve nvRx মোঃ হোসেন আলী | †Kv-AÞ m`m¨ |
13 | Rbve Lyiwk` Rvnvb | m`m¨ mwPe fvicÖvß cÖavb wkÿK Kvgvicvov ¯‹zj A¨vÛ K‡jR, ZzivM, XvKv| |
প্রতিষ্ঠানটি ১৯৭৭ সনে প্রতিষ্ঠিত হয়েছে। এস,এস,সি পরীক্ষা শুরম্ন থেকে অদ্যাবধি ভাল ফলাফল করে আসছে। বিভিন্ন জাতীয় অনুষ্ঠান যেমন ১৬ ডিসেম্বর , ২৬ মার্চ ইত্যাদি অনুষ্ঠানে অংশগ্রহন করে ভাল ফলাফল করে আসছে। আমত্ম:থানা, ঢাকা মহানগর পর্যায়ে বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহন করে কোন কোন ইভেস্টে ১ম স্থান অধিকারসহ চ্যাম্পিয়ন হয়ে আসছে। স্কাউটিং ও অত্র প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা মৌচাক জাম্ভুরীতে অংশগ্রহন করে কৃতিত্বের সাথে সুনাম অর্জন করে আসছে।
প্রতিষ্ঠানটিকে ঢাকা মহানগরের মধ্যে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিনত করা। জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষায় A+সহ শতভাগ যাতে পাশ করে সেদিকে লক্ষ্য রেখে শ্রেণি কক্ষে পাঠদান ফলপ্রসু করা। বর্তমানে প্রতিষ্ঠানে শ্রেণি কক্ষের অভাব রয়েছে, আর্থিক সহায়তা পেলে রম্নমের সংখ্যা বৃদ্ধি করা হবে।
কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ
পোঃ নিশাতনগর, থানাঃ তুরাগ, জেলাঃ ঢাকা, ফোন : ৮৯৮১৬৯৪।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস