১.৬৩ একর জমির উপর এল পাইপের ২য় ও ৩য় তলা বিল্ডিং।
ঢাকা সেনানিবাসের পশ্চিম-দক্ষিণ প্রান্তে সেনাপল্লী আবাসিক এলাকার অদূরে নাবিক কলোনী সংলগ্ন ছায়া সুনিবিড় দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক খন্ড ভূখন্ডের উপর সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের আনুকূল্যে ১৯৮২ সালে অত্র এলাকায় বসবাসরত সামরিক ও বেসামরিক জন গোষ্ঠীর ক্রমবর্ধমান শিক্ষার চাহিদা মোকাবেলা করার মানসে অত্র বিদ্যালয়টি স্থাপন করা হয়। বিদ্যালয়টি ঊষা লগ্নে জুনিয়র রূপে আত্নপ্রকাশ করে। পথ পরিক্রমায় ১৯৮৪ সনে ইহা মাধ্যমিক বিদ্যালয় হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর স্বীকৃতি লাভ করে।। ১.৬৩ একর জমির উপর ইউ আকৃতির কিয়দংশ তিনতলা ভবনে বিদ্যালয়টির সকল কার্য নির্বাহ হচ্ছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিষ্ঠানটি ভাল ফলাফলের পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলীর পাদপীঠ হিসেবে স্বমহিমায় ভাস্বর।
মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা | ১২০৮ জন
| |||||||||||
শ্রেণী ভিত্তিক ছাত্র/ছাত্রীর সংখ্যা | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম | ১১ম | ১২ম |
৯৭ | ১২৫ | ১৪৪ | ১৫৫ | ১২৩ | ১৩২ | ১২৬ | ১০৬ | ১২৬ | ৭৪ |
|
|
ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের নাম
ক্রমিক | কমিটির সদস্যবৃন্দের নাম ও ঠিকানা | পদবী |
১ | বিগ্রেঃ জেনারেল তানভির হাসান মজুমদার স্টেশন কমান্ডার স্টেশন সদর দপ্তর, ঢাকা ক্যান্টনমেন্ট। | সভাপতি(পদাধিকার বলে) |
২ | জিএসও-২(শিক্ষা) লগ এরিয়া সদর দপ্তর, ঢাকা ক্যান্টনমেন্ট। | বিদ্যোৎসাহী সদস্য(পদাধিকার বলে) |
৩ | মিসেস খালেদা বেগম প্রাক্তন প্রধান শিক্ষিকা সেনাপল্লী হাই স্কুল। | বিদ্যোৎসাহী সদস্য |
৪ | জনাব মোঃ নুরুল ইসলাম সিবি-১২৬ কচুক্ষেত পুরান বাজার ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। | অভিভাবক সদস্য |
৫ | বেগম কামরুন নাহার ডলি ৯(ঙ) ৩য় তলা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন মিরপুর-১৪, ঢাকা। | অভিভাবক সদস্য |
৬ | মিসেস হামিদা খাতুন সহকারী শিক্ষিকা সেনাপল্লী হাই স্কুল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। | শিক্ষক প্রতিনিধি |
৭ | জনাব এস এম আসাদুজ্জামান সহকারী শিক্ষক সেনাপল্লী হাই স্কুল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। | শিক্ষক প্রতিনিধি |
৮ | মাহ্মুদা বেগম প্রধান শিক্ষক সেনাপল্লী হাই স্কুল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। | সদস্য |
৯ | জনাব মোঃ নাজমুছ সাদাত সেলিম ক্যান্টনমেন্ট একজিকিউটিভ অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। | সচিব (পদাধিকার বলে) |
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, জে এস সি পরীক্ষা ও এস এস সি পরীক্ষায় প্রায় শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়া। ২০১০ এ এস এ গেমসে অংশ গ্রহণ।
(ক)অভিভাবকদের জন্য বিশ্রামাগার তৈরিকরণ।
(খ)বিভিন্ন অনুষ্ঠানের জন্য হলরুমে স্থায়ী মঞ্চ তৈরিকরণ।
(গ)বিদ্যালয়ের স্থায়ী ডাস্টবিন তৈরিকরণ।
(ঘ)বিজ্ঞানাগারের উন্নয়ন।
মিরপুর-১৪, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। ই-মেইল-senapally@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস