রাজধানী ঢাকার পুরাতন জনবহুল এলাকায় ঐতিহাসিক আরমানিটোলা সয়দানের পূর্ব পার্শ্বে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে ঢাকা মহানগর শ্রমজিবী জেনারেল হাসপাতাল। দক্ষিনে ঐতিহাসিক বুড়িগঙ্গা ২য় সেতু। ‘‘হাম্মাদিয়া’’ শব্দটির অর্থ উচ্চ প্রশংসিত। ‘‘হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়’’ মানে উচ্চ প্রশংসিত উচ্চ বিদ্যালয়।
রাজধানী ঢাকার পুরাতন জনবহুল এলাকায় ঐতিহাসিক আরমানিটোলা ময়দানের পূর্ব পার্শ্বে বিদ্যালয়টি অবস্থিত। ‘‘হাম্মাদিয়া’’ শব্দটির অর্থ উচ্চ প্রশংসিত। ‘‘হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়’’ মানে উচ্চ প্রশংসিত উচ্চ বিদ্যালয়। ১৯৩৯ইং সালে পড়াশুনার কাজ আরম্ভ হয় ১৯৪৩ সালে গভর্ণসেন্ট মুঞ্জরী প্রাপ্ত হয় যে সকল নিঃস্বার্থ মহাপ্রান ব্যক্তির অক্লান্ত কর্ম প্রচেষ্টায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করিয়াছে তাঁহাদের মধ্যে বংশাল নির্বাসী এম. এ. আব্দুল্লাহ, জনাব ফজলুল হক, জনাব আবুল হাসনাতের অক্লান্ত প্রচেষ্ঠায় এবং এলাকাবাসীর সহযোগীতায় বিদ্যালয়টি উন্নতি লাভ করে। বিদ্যালয়টি প্রতিষ্ঠা কাল থেকেই ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ২৬ টি শাখায় পরিচালিত হয়ে আসছে। ০১/০১/১৯৪৪ ইং সনে নবম শ্রেণী খোলার অনুমতি পায়, ডবল শিফট খোলার অনুমতি পায়-০১/০১/১৯৯১ইং সন , বিজ্ঞান শাখা খোলার অনুমোতি ০১/০১/১৯৭২ইং, ব্যবসায় শিক্ষা খোলার অনুমতি পায় ০১/০১/১৯৭৮ইং, কম্পিউটার শিক্ষা খোলার অনুমতি পায় ০১/০১/২০০৪ইং । বিদ্যালয়ে নিয়মিত ইসলাম শিক্ষার সাথে সাথে কোমলমতি শিক্ষার্থীদের পবিত্র কোরাআন শিক্ষা দেওয়া হয়। ছা্ত্র-ছাত্রীদের নির্ধারীত পোশাক এর সাথে মাথায় টুপি পরিধান করা হয়। প্রতিদিন সকল শিক্ষার্থীদের বিদ্যালয়ে যোহর ও আসরের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।
মোট ছাত্র/ছাত্রী সংখ্যা | ১৪২৬ (এক হাজার চারশত ছাবিবশ) জন। | |||||||||
|
| |||||||||
শ্রেণী ভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যা | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম |
৮৯ | ৮৩ | ১২৯ | ১৫৫ | ১৬৩ | ১৯৭ | ১৬৮ | ১৫৪ | ১৫০ | ১৩৮ |
ক্রমিক নং | সভায় সম্মানিত সদস্য মহোদয়গনের নাম | পদবী |
০১। | জনাব আলহাজ্ব ফজলুর রহমান পর্বত | সভাপতি |
০২। | জনাব মোঃ সেলিম | কো-অপ্ট সদস্য |
০৩। | জনাব নজরুল ইসলাম (সিনিয়র শিক্ষক) | সদস্য, (শিক্ষক প্রতিনিধি) |
০৪। | জনাব মোঃ সুলতান নূরী (সিনিয়র শিক্ষক) | সদস্য, (শিক্ষক প্রতিনিধি) |
৫। | জনাব সাবিনা ইয়াসমীন (সহকারী শিক্ষক) | সদস্য, (সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি) |
৬। | জনাব হাজী আলম শেখ | সদস্য, অভিভাবক প্রতিনিধি |
৭। | জনাব মোঃ মাসুম মিয়া | সদস্য, অভিভাবক প্রতিনিধি |
৮। | জনাব হাসান আশকারী | সদস্য, অভিভাবক প্রতিনিধি |
৯। | জনাব মোঃ জাবেদ | সদস্য, অভিভাবক প্রতিনিধি |
১০। | জনাব ইয়াসমীন বেগম | সদস্য, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি |
১১। | জনাব শহীদুর রহমান (প্রধান শিক্ষক ও সম্পাদক) | সদস্য সচিব |
প্রাথমিক বৃত্তি | জুনিয়র বৃত্তি | মাধ্যমিক বৃত্তি |
৩ জন | নাই | নাই |
পি.এস.সি-৯৫.৫৭%, জে.এস.সি.- ৮২%, এস.এস.সি.- ৮২.১৪%।
পি.এস.সি-১০০%, জে.এস.সি.- ১০০%, এস.এস.সি.- ১০০%।
২নং হার্নি স্ট্রীট, পোষ্টঃ বাবুবাজার, থানাঃ কোতোয়ালী, জেলাঃ ঢাকা মহানগর, বিভাগঃ ঢাকা, পোষ্ট কোড-১১০০।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস