প্রতিষ্ঠানটি পুরান ঢাকায় গেন্ডারিয়াস্থ সূত্রাপুর থানার অন্তভুর্ক্ত। এটি স্বনামধন্য সেবামুলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামের নিজস্ব অর্থায়নে ট্রাষ্ট কর্তৃক পরিচালিত। বিদ্যালয়ের ১০ কাঠা ১৩ ছটাক জমিতে একটি পাকা এবং সেমি পাকা ভবন রয়েছে। এতে ১৪ টি শ্রেণীকক্ষ, ১০টি কম্পিউটার সমৃদ্ধ ০১টি কম্পিউটার ল্যাব, ০১টি বিজ্ঞানাগার, ০১টি পাঠাগার, ০১টি শিক্ষক কমনরুম, ০১টি প্রধান শিক্ষিকার অফিসকক্ষ, ০১টি হিসাবরক্ষের অফিসকক্ষ, ১২টি পাকা টয়লেট, ০১টি ষ্টোররুম, ০১টি জেনারেটর কক্ষ, ০১ টি ছোট প্রাঙ্গন রয়েছে। চলতি শিক্ষাবর্ষে স্কুলে মোট শিক্ষার্থী সংখ্যা ৫১৮ জন।
১৯৪৭ সালে দেশ বিভাগের পর ১৯৪৯ সালে আঞ্জুমান মুফিদুল ইসলাম আঞ্জুমান বয়েজ হাই স্কুল এবং আঞ্জুমান গালর্স হাই স্কুল নামে দুটি শিক্ষা প্রতিষ্ঠান (বাংলা ও উর্দু মিডিয়াম) গড়ে তুলে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় স্কুল দুটি বন্ধ হয়ে যায়। ১৯৭৭ সালে এই স্থানেই পুনরায় আঞ্জুমান জামিলুর রহমান ইসলামিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। ১৯৯৬ সালের ১লা জানুয়ারি বিদ্যালয়টি জুনিয়র হাই স্কুলে উন্নীত করা হয়। এলাকার দরিদ্র , এতিম ও সুবিধা বঞ্চিত ছেলেমেয়েরা এখানে বিনা বেতনে অথবা স্বল্প বেতনে পড়ার সুযোগ পায়। প্রতিষ্ঠার পর থেকেই স্কুলটি আঞ্জুমান মুফিদুল ইসলামের ট্রাষ্ট কর্তৃক এবং সম্পূর্ন নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে।
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা | ৫১৮ জন | ||||||||||||
শ্রেণী ভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যা
| শিশু | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম | ১১ম | ১২ম |
৪৯ | ৫৫ | ৮০ | ৪৮ | ৫৪ | ৪৮ | ৭২ | ৫৬ | ৫৬ |
|
|
|
|
আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃক গঠিত শিক্ষা কমিটি: ১) অধ্যাপক মো: খলিলুর রহমান, চেয়ারম্যান (প্রাক্তন ডি জি- নায়েম) ২) প্রফেসর আবুল বাশার, সদস্য (প্রাক্তন ডি জি - কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা) ৩) অধ্যাপক রওশন আরা বেগম, সদস্য ৪) জনাব মো: শামসুল হক, সদস্য (দায়রা জজ) ৫) ইঞ্জিনিয়ার রুহুল আমীন, সদস্য ৬। জনাব মিতালী হোসেন, সদস্য।
উপরোক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে ১০/০৪/২০০৭ ইং তারিখে কমিটি গঠিত হয়েছিল । ১১/০৪/২০১১ইং তারিখে কমিটির মেয়াদ শেষ হয়েছে। আশা করা যায় চলতি মাসে নতুন কমিটি গঠিত হবে।
প্রাথমিক বৃত্তি | জুনিয়র বৃত্তি | মাধ্যমিক বৃত্তি |
০১ জন (২০১০) | জন | জন |
২০১০ সনে পিএসসি বৃত্তি পেয়েছে ০১ জন।
এলাকার হত দরিদ্র, দু:স্থ, এতিম ও সুবিধা বঞ্চিত ছেলেমেয়েদের আধুনিক ও বিজ্ঞান সম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা এবং অর্থের অভাবে দরিদ্র শিশুদের পড়াশোনা যাতে বন্ধ না হয়ে যায় সেজন্যই এই এলাকার স্কুলটি গড়ে উঠেছে। শিক্ষার্থীদের কম্পিউটার ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সমাজের স্বনামধন্য ব্যক্তিরা প্রতিষ্ঠাকাল থেকেই বিদ্যালয়ের পরিচালনা পরিষদে রয়েছেন।
১২/১ অক্ষয় দাস লেন, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪।
E-mail: anjumanjamilurrahmanislamiajuniorhs@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস