রেলওয়ে বিভাগ তার নিজস্ব সম্পত্তি বর্তমান ওসমানী উদ্যানের পশ্চিম পার্শ্বে তৎকালীণ ফুলবাড়িয়া রেলওয়ে কলোনীতে ১৯৭৫ সনে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে (L) এল সেভে ৪০০ হাত লম্বা টিন সেডে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ১০টি শ্রেণীকক্ষ, প্রধান শিক্ষকের কক্ষ, সহকারী প্রধান শিক্ষকের কক্ষ, শিক্ষক মিলনায়তন, মেয়েদের কমন রুম, বিজ্ঞানাগার, ৬টি পাকা টয়লেটসহ খেলারধুলার জন্য স্কুল আঙ্গিনায় নিজস্ব মাঠ ছিল। ওসমানী উদ্যান প্রকল্প বাস্তবায়নের জন্য ১৯৮৯ সনের ৮ আগষ্ট মাস থেকে সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনে মাত্র ১১টি কক্ষের মধ্যে ১০টি শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে। খেলাধুলার জন্য প্রশস্ত মাঠ এবং প্রত্যেক তলায় ৩টি করে মোট ১০টি পাকা টয়লেট রয়েছে। শিক্ষার পরিবেশ খুবই ভাল।
১৯৭৫ সনে রেলওয়ে কর্তৃপক্ষ রমনা রেল কলোনীতে বসবাসকারী কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের লেখাপড়ার জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে।
১৯৮৯ সনে ওসমানী উদ্যান প্রকল্প বাস্তবায়নের জন্য সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় ভবনে প্রতিষ্ঠানটি স্থানান্তর করলে বর্তমানে ৪ তলা ভবনে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা | ৫২৫ জন |
শ্রেণিভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যা | ৬ষ্ঠ ৭ম ৮ম ৯ম ১০ম |
| ১১০ জন ১২৮ জন ১২০ জন ১০৫ জন ৬২ জন |
এড হক কমিটি গঠনে অনুমতির জন্য বোর্ডে আবেদন করা হয়েছে।
জে, এস, সি এবং এস, এস, সি পরীক্ষার ফলাফল সন্তোষজনক।
২০১৩ সনে একাদশ শ্রেণি এবং ২০১৪ সনে দ্বাদশ শ্রেণি খুলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর করা হবে।
ramnarhs@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস